পোস্টগুলি

ভুমিকা

ছবি
                                                      বিসমিল্লাহির রাহমানির রাহিম "স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা" এই স্লোগান নিয়ে ২০০২ সালে বরিশাল বিভাগে ইসলামী ব্যাংক ফাউন্দেশন করতিক  'ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল" নামে একটি হাসপাতাল চালু হয়। নিরলস ও আধুনিক চিকিৎসা সেবা এবং আন্তরিকতা মাধ্যমে এই প্রতিষ্ঠান টি জনগনের মধ্যে আস্থা অর্জন করে। বর্তমান আধুনিক যুগে অনেকেই ইন্টারনেট সেবা গ্রহন করেন। বিপদের সময় এই হাসপাতালের সম্পর্কে বিভিন্ন তথ্য জানার প্রয়োজন হয় এই সমস্থ তথ্য জনগনের কাছে উপস্থাপন করার জন্য  ই আমার এই প্রচেষ্টা।

গর্ভবতী মহিলা ও কিছু ওষুধের সতর্ক ব্যবহার

ছবি
                                           গর্ভবতী মহিলা ও কিছু ওষুধের সতর্ক ব্যবহার     একজন মেয়ের জন্য তার গর্ভকালীন সময় অনেক গুরুত্তপূর্ণ । এর সাথে তার অনেক স্বপ্ন ও তার পরিবারের স্বপ্ন জরিয়ে থাকে। কিন্তু আমাদের সামান্য ভুল বা অসতর্কতা ব্যয়ে আনে অনাকঙ্খিত কোন ঘটনা। বিশেষ করে আমাদের অধিক হারে গর্ভাবস্থার ওষুধ গ্রহন গর্ভের সন্তান ও মায়ের জন্য বিশেষ ঝুকির কারণ হয়ে দাঁড়ায় । এতে মাতৃমৃত্যু হার ও শিশু মৃত্যুর হার বেড়ে যায়। তাইম গর্ভাবস্থায় সতর্কতার সাথে ওষুধ ব্যবহার করা উচিত।এখন আমরা কিছু ওষুধের নাম জানাব যা গর্ভাবস্থায় ব্যবহার করা উচিৎ নয়।                    ওষুধের নাম গর্ভের সন্তানের সমস্যা   Clorocain বধিরতা Streptomycin বধিরতা ফ্লরোকইনানল   দেহের কাটিলেজ নষ্ট হয়ে যাওয়া ফেনটইন হৃদযন্ত্রের সমস্যা অ্যাসপিরিন হৃদরোগ শিশুদের সোডিয়াম ভাল্প্রয়েট নিউরাল টিউনের সমস্যা Tetracycline দাঁতের গঠনে বাধা রিফাম্পিসিন হেপাটাইটিস বারবিচুরেট শ্বাস

জেনে নিন আমলকীর গুণাগুণ

ছবি
      আমলকী এতে রয়েছে  ট্যাঁলিন ও কলয়ডাল পদার্থ । আরও আছে ফাইলেমরিক অ্যাসিড, গালিক অ্যাসিড এবং এমাব্লিকল, ফাইলেমব্লিন ও মিউমিক। বিভিন্ন রোগে প্রয়োগঃ প্রসাবে জালাঃ দুই চামুচ কাঁচা আমলকীর রসের সাথে এক গ্লাস মিছরির পানি মিশিয়ে তিন চার দিন দুবেলা খেলে উপকার হবে। মেহ রোগেঃ মেহ রোগী প্রত্যেক দিন একটা কাঁচা আমলকী চিবিয়ে খেলে উপকার পাবেন। চুলপাকা ও ওঠাঃ কারো চুলে অকালপক্কতা দেখা দিলে বা চুল উঠে যেতে থাকলে কাঁচা আমলকী বেটে নারকেল তেলে মিশিয়ে ১৫-২০ দিন মাথায় মাখতে হয়। যোনির ব্যথায়ঃ দুই চামুচ আমলকীর রসের সাথে দুই চামুচ হেলেঞ্চার রস মিশিয়ে ১৫-২০ দিন খেলে যোনির ব্যথা ভাল হয়। শ্বেতপ্রদরঃ সমপরিমাণ আমলকীর বিচির গুড়ো মিছরির গুড়ো মিশিয়ে খেতে হবে সাত দিন। প্রতিদিন চার বার।                                                                                        কবিরাজ অমর মজুমদার                                                                                         গাছ গাছড়ায় রোগ মুক্তি 

ধূমপানে অকালে বয়সের ছাপ পড়ে

ছবি
   ধূমপানে অকালে বয়সের ছাপ পড়ে পৃথিবীর  কোথায় কোন ব্যক্তি বা কোন গ্রন্থে কেউ ধুম্পানের পক্ষে একটি শব্দ অ উচ্চারণ করেন নি। অর্থাৎ ধুম্পান সরবাংশে মানুষের জন্য ক্ষতিকর এবং তাদের দেহ অবয়বে খুব বয়সের ছাপ পড়ে। যৌন ক্ষমতা হ্রাস পায়। আয়ু কমে। হৃদ রোগ অ স্ট্রোক আক্রান্ত হয়। চোখের নিচের পাতা ঝুলে পড়ে। মুখে বালি রেখা দেখা দেয়। মুখের সৌন্দর্য চলে যায়। গবেষকরা ধূমপায়ী ও অধূমপায়ী ওপর গবেষণা চালিয়ে দেখেছেন ধূমপায়ীদের ৫৭% শতাংশ উল্লেখিত ক্ষতিতে আক্রান্ত। ডাঃ এলিজাবেথ  ডানজি গবেষকদের প্রধান বলেন ধুম্পান স্রেফ আপনাকে বুড়ো বানিয়ে দিবে। তিনি আর বলেন, ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ  ছারাও আরেকটি বড় সমস্যা হল এটি আপনাকে অকালে বারধক্কে পউছে দিবে। সুত্রঃ ওয়াশিংটন ইনুসটি টিউ ট অব ডারমাটোলজিক বিভাগ।

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর সেবা সমূহ

ছবি
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর সেবা সমূহ " সকল প্রকার ল্যাবরেটরি পরীক্ষায় ২৫% ছাড় " সকল প্রকার দেশীয় ঔষধে ৫% ছাড় " সকল বিভাগের ডাক্তারদের চেম্বার সুবিধা " সকল প্রকার অপারেশন করা হয় " শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি কেবিন সুবিধা " অত্যাধুনিক ভিডিও ENDOSCOPY & CLONOSCOPY মেশিন " জণ্ডিস আক্রান্ত নবজাতক শিশুর জন্য রয়েছে PHOTOTHERAPY   এর সুবিধা " নিজস্ব বিদ্যুৎ সাব- স্টেশন ও অটো জেনারেটর এর মাধ্যমে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের   ব্যবস্থা " লাপারস্কপি মেশিন এর সাহায্যে পেট না কেটে পিত্ত থলির পাথর অপারেশন এর সুবিধা " প্রি- মাচিউর ( Low birth weight) শিশুর জন্য রয়েছে ইনকিউবেটর এর কেয়ার " প্রতি মাসের শেষ শুক্রবার বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক দের মাধ্যমে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা ব্যবস্থা পত্র দেয়া হয়। " চক্ষু বিভাগে নতুন সংযোযন ঃ A Scan I Karato Miter   এর সাহায্যে চোখে সঠিক মাপের লেন্স সংস্থাপনের সুবিধা। " সম্পূর্ণ বিনা মূল্যে ঠোঁট কাটা ও তালু ফাটা রোগীর অপারেশন করা হয় " Histopathology " Pa

ইসলামী ব্যাংক হাসপাতালের ডাক্তার দের নামের তালিকা

ছবি
                           ইসলামী ব্যাংক হাসপাতালের ডাক্তার দের নামের তালিকা ডাক্তারদের সিরিয়াল এর জন্য মোবাইল নং-০১৭৪৯৭১৫৭২৭, ০১৭৯৫৮৩১৯০০  (সকাল ৮ টা থেকে)বিকাল৩ টা) 01 Prof.Dr. Abul Kalam Azad MBBS FCPS MD (Gastro) FRCP Medicine 02 Md. Masum Ahmed MBBS, FCPS (Medicin), MD (Chest).  " 03 Md.Golam Sarwar MBBS FMD FCGP  " 04 Md. Al - Mamun Hossain MBBS MD  " 05 Md. Monirul Ahshan MBBS FCPS (Surgery). Surgery 06 Farida Begum MBBS DGO Assit. Prof. of SBMCH Gynae 07 Tania Afroj MBBS FCPS (Gynae).  " 08 Asma Begum MBBS PGT MPH FWHO  " 09 Md. Humyun Kabir MBBS MCPS MD (Cardiology). Cardiology 10 Md. Moniruzzaman (Shahin) MBBS D(Ortho) MS Orthopedics 11 MR Talukder Mujib MBBS   MD Child 12 Md.Abdul H

পাইলস চিকিৎসা : প্রচলিত ধারণা

ছবি
পাইলস চিকিৎসা : প্রচলিত ধারণা ও জনসচেতনতা        মলদ্বারে যে রোগই হোক না কেন, সাধারন মানুষ মনে করে – সেটি পাইলস/ অর্শ/ গেজ। অনেকের ধারণা নেই, এই রোগের বিজ্ঞান সম্মত চিকিৎসা করলে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। অনেকে আবার মরণব্যাধি ক্যান্সার নিয়ে পাইলসের চিকিৎসার জন্য কবিরাজ, হেকিম কিংবা কোন প্রতারকের দারস্থ হচ্ছেন এবং অপচিকিতসার মাধ্যমে প্রতারিত হচ্ছেন। মলদ্বারে স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত করছেন এবং বলছেন পাইলস চিকিৎসা করে ভাল হয়না। আমি বলতে চাই এতি ভ্রান্ত ধারণা, পরিপূর্ণ জ্ঞান লাভ করে কোন বিশেষজ্ঞ সার্জন যদি এর চিকিৎসা করেন তবে এ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব।       আমাদের সমাজে অসংখ্য রোগী আছে যারা মলদ্বারে বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় লজ্জায় বলেন না কিংবা অপচিকিৎসার শিকার হন – এমনকি মরণব্যাধি কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কলে ঢলে পড়েন। কখন কখন এমন পর্যায়ে উপস্থিত হন তখন অপারেশনের বিকল্প কিছু থাকে না। কিন্তু সবাই যদি মলদ্বারের চিকিৎসায় পারদর্শী বিশেষজ্ঞ সার্জন দ্বারস্থ হতেন তবে ৮০% ক্ষেত্রে বিনা অপারেশনে এর চিকিৎসা সম্ভব হতো ।      মলদ্বারে যেসমস্ত উপসর্গ দেখাদেয় তার মধ্