ধূমপানে অকালে বয়সের ছাপ পড়ে


Image result for smoking

   ধূমপানে অকালে বয়সের ছাপ পড়ে

পৃথিবীর  কোথায় কোন ব্যক্তি বা কোন গ্রন্থে কেউ ধুম্পানের পক্ষে একটি শব্দ অ উচ্চারণ করেন নি। অর্থাৎ ধুম্পান সরবাংশে মানুষের জন্য ক্ষতিকর এবং তাদের দেহ অবয়বে খুব বয়সের ছাপ পড়ে। যৌন ক্ষমতা হ্রাস পায়। আয়ু কমে। হৃদ রোগ অ স্ট্রোক আক্রান্ত হয়। চোখের নিচের পাতা ঝুলে পড়ে। মুখে বালি রেখা দেখা দেয়। মুখের সৌন্দর্য চলে যায়। গবেষকরা ধূমপায়ী ও অধূমপায়ী ওপর গবেষণা চালিয়ে দেখেছেন ধূমপায়ীদের ৫৭% শতাংশ উল্লেখিত ক্ষতিতে আক্রান্ত। ডাঃ এলিজাবেথ  ডানজি গবেষকদের প্রধান বলেন ধুম্পান স্রেফ আপনাকে বুড়ো বানিয়ে দিবে। তিনি আর বলেন, ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ  ছারাও আরেকটি বড় সমস্যা হল এটি আপনাকে অকালে বারধক্কে পউছে দিবে।

সুত্রঃ ওয়াশিংটন ইনুসটি টিউ ট অব ডারমাটোলজিক বিভাগ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইসলামী ব্যাংক হাসপাতালের ডাক্তার দের নামের তালিকা

ইসলামি ব্যাংক হাসপাতাল বরিশাল এর গুরুত্বপূর্ণ ফোন ও মোবাইল নাম্বার সমুহঃ

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর সেবা সমূহ