গর্ভবতী মহিলা ও কিছু ওষুধের সতর্ক ব্যবহার

                                         গর্ভবতী মহিলা ও কিছু ওষুধের সতর্ক ব্যবহার  

Image result for pregnant women একজন মেয়ের জন্য তার গর্ভকালীন সময় অনেক গুরুত্তপূর্ণ । এর সাথে তার অনেক স্বপ্ন ও তার পরিবারের স্বপ্ন জরিয়ে থাকে। কিন্তু আমাদের সামান্য ভুল বা অসতর্কতা ব্যয়ে আনে অনাকঙ্খিত কোন ঘটনা। বিশেষ করে আমাদের অধিক হারে গর্ভাবস্থার ওষুধ গ্রহন গর্ভের সন্তান ও মায়ের জন্য বিশেষ ঝুকির কারণ হয়ে দাঁড়ায় । এতে মাতৃমৃত্যু হার ও শিশু মৃত্যুর হার বেড়ে যায়। তাইম গর্ভাবস্থায় সতর্কতার সাথে ওষুধ ব্যবহার করা উচিত।এখন আমরা কিছু ওষুধের নাম জানাব যা গর্ভাবস্থায় ব্যবহার করা উচিৎ নয়।


                


ওষুধের নাম
গর্ভের সন্তানের সমস্যা  
Clorocain
বধিরতা
Streptomycin
বধিরতা
ফ্লরোকইনানল
 দেহের কাটিলেজ নষ্ট হয়ে যাওয়া
ফেনটইন
হৃদযন্ত্রের সমস্যা
অ্যাসপিরিন
হৃদরোগ শিশুদের
সোডিয়াম ভাল্প্রয়েট
নিউরাল টিউনের সমস্যা
Tetracycline
দাঁতের গঠনে বাধা
রিফাম্পিসিন
হেপাটাইটিস
বারবিচুরেট
শ্বাস- প্রশ্বাসে সমস্যা
করটিকভেটরয়ড
শিশু বাড়তে বাঁধা
অ্যান্টিকোয়াগুলেট
রক্তক্ষরণ
ডেক্সামেথাসন
হাতপায়ের গথন ঠিকমত না হওয়া
ACE ইনহেবিটর
কিডনির অকারযকারিতা
কারবামাজিপাইন
হাতপায়ের গঠনে বাঁধা


                                                  সূত্র ঃ ইবনেসিনা হেলথ ম্যাগাজিন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইসলামী ব্যাংক হাসপাতালের ডাক্তার দের নামের তালিকা

ইসলামি ব্যাংক হাসপাতাল বরিশাল এর গুরুত্বপূর্ণ ফোন ও মোবাইল নাম্বার সমুহঃ

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর সেবা সমূহ