জেনে নিন আমলকীর গুণাগুণ

     আমলকী

এতে রয়েছে  ট্যাঁলিন ও কলয়ডাল পদার্থ । আরও আছে ফাইলেমরিক অ্যাসিড, গালিক অ্যাসিড এবং এমাব্লিকল, ফাইলেমব্লিন ও মিউমিক।
Image result for amloki
বিভিন্ন রোগে প্রয়োগঃ

প্রসাবে জালাঃ দুই চামুচ কাঁচা আমলকীর রসের সাথে এক গ্লাস মিছরির পানি মিশিয়ে তিন চার দিন দুবেলা খেলে উপকার হবে।

মেহ রোগেঃ মেহ রোগী প্রত্যেক দিন একটা কাঁচা আমলকী চিবিয়ে খেলে উপকার পাবেন।


চুলপাকা ও ওঠাঃ কারো চুলে অকালপক্কতা দেখা দিলে বা চুল উঠে যেতে থাকলে কাঁচা আমলকী বেটে নারকেল তেলে মিশিয়ে ১৫-২০ দিন মাথায় মাখতে হয়।

যোনির ব্যথায়ঃ দুই চামুচ আমলকীর রসের সাথে দুই চামুচ হেলেঞ্চার রস মিশিয়ে ১৫-২০ দিন খেলে যোনির ব্যথা ভাল হয়।

শ্বেতপ্রদরঃ সমপরিমাণ আমলকীর বিচির গুড়ো মিছরির গুড়ো মিশিয়ে খেতে হবে সাত দিন। প্রতিদিন চার বার।

                                                                                       কবিরাজ অমর মজুমদার
                                                                                        গাছ গাছড়ায় রোগ মুক্তি 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইসলামী ব্যাংক হাসপাতালের ডাক্তার দের নামের তালিকা

ইসলামি ব্যাংক হাসপাতাল বরিশাল এর গুরুত্বপূর্ণ ফোন ও মোবাইল নাম্বার সমুহঃ

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর সেবা সমূহ